আল্প আরসলান ভলিউম ২৩ বাংলা সাবটাইটেল

সিজন ০১

এপিসোড ২৩

এপিসোডটি দেখতে সার্ভার ৩এ যান

আল্প আরসলান দ্যা গ্রেট সেলজুক সিরিজটি বীর মুসলিম যোদ্ধা সুলতান মুহাম্মদের জীবনকাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।‘মুহাম্মদ আল্প আরসলান। যার প্রকৃত নাম, ‘মুহাম্মদ বেগ বিন দাউদ চাগরী’। তিনি সেলজুক রাজবংশের তৃতীয় সুলতান এবং সেলজুকের প্রপৌত্র। মহান সেলজুক সাম্রাজ্যের সুলতান মুহাম্মদ ইসলামের ইতিহাসে একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি ১০৭১ সালে ঐতিহাসিক মলাজগীর্দ ময়দানে ক্রুসেডার বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে, সকল তুর্কীদের আনাতলিয়ায় বসবাসের পথ উন্মুক্ত করে দেন। অসম্ভব সাহসীকতার জন্য তাকে “আল্প আরসলান” তথা সাহসী সিংহ উপাধি দেওয়া হয়। সুলতান আল্প আরসলান সামরিক দক্ষতা, বীরত্ব এবং লড়াইয়ে পারদর্শিতার জন্য ‘আল্প আরসলান’ উপাধি লাভ করেন। তুর্কি এবং তুর্কমেন ভাষায় এর অর্থ “বীর সিংহ”। তার প্রকৃত নাম মুহাম্মদ। তাঁর শাসনকালে তিনি আমুদরিয়া থেকে টাইগ্রিস পর্যন্ত পারস্যের একচ্ছত্র সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন।

সুলতান মুহাম্মদ আল্প আরসলানের বাহিনীর হাতে বাইজান্টাইনদের বিপর্যয়ে মুসলমানগণ সেলজুকদের নেতৃত্বাধীন সর্বপ্রথম রোমীয় সম্রাটের অঞ্চলে আধিপত্য বিস্তারে সমর্থ হয় এবং এশিয়া মাইনরকে তুর্কীকরণের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে। যুদ্ধে পরাজিত হওয়ার পর সুলতান আল্প আরসলান বাইজেন্টাইন সম্রাটকে হত্যা না করে সন্ধিচুক্তি করার সুযোগ প্রদান করেন। সন্ধির শর্ত অনুযায়ী সম্রাট তার কন্যাকে সুলতানের পুত্রের সাথে বিয়ে প্রদান, বার্ষিক কর, মুসলিম বন্দিমুক্তির প্রতিশ্রুতিতে মুক্তি লাভ করেন।

মুক্তিপণ হিসেবে দশ লক্ষ ও বাৎসরিক রাজস্ব হিসেবে ৩ লক্ষ ৬০ হাজার স্বর্ণমুদ্রা প্রদান করতে রোমান সম্রাট সম্মত হন। সুলতার আল্প আরসলান রাজ্য জয়ের পর এশিয়া মাইনরের শাসনভার জয়গির হিসেবে তার চাচা কুতালমিশের পুত্র সুলায়মানকে প্রদান করেন। বিচক্ষণ ও দক্ষ শাসনকর্তা সুলায়মান তার রাজ্যসীমা উত্তরে হেলস্পন্ট ও পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করেন এবং বাইজেন্টাইন সম্রাটকে খাজনা দানে বাধ্য করেন। এরপর তিনি বিথিনিয়ার নাইসিয়া নগরীতে রাজধানী স্থাপন করেন। কিন্তু, ক্রুসেডের যুদ্ধে ১০৮৪ খ্রিস্টাব্দে বিথিনিয়া অধিকৃত হলে তিনি এশিয়া মাইনর তথা আনাতোলিয়ার আইকোনিয়াস বা রোমে সাম্রাজ্য স্থাপন করেন। এবং পরবর্তীতে এখানেই গোড়পত্তন হয় রোমের সেলজুক সালতানাতের। সুলতান আল্প আরসলান সেলজুক সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করে রাজ্য সম্প্রসারণের একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে যান।

ঐতিহাসিক ইবনে আসির বলেন, আরসলান উদার, মহানুভব, জ্ঞানী, ন্যায়পরায়ণ, ধার্মিক, দয়ালু ও পরোপকারী শাসক ছিলেন। তিনি মার্ভ থেকে সেলজুক সাম্রাজ্যের রাজধানী ইস্পাহানে স্থানন্তরিত করেন। অবশেষে ১০৭৩ খ্রিস্টাব্দে মৃত্যুদন্ডে দন্ডিত এক বিদ্রোহীর অতর্কিত আক্রমণে আহত হয়ে সেলজুকদের সিংহ মহান সুলতান আল্প আরসলান মৃত্যুবররণ করেন। জানা যায়, আল্প আরসলান তিন বিয়ে করেছিলেন এবং তার ঘরে ১২ জন সন্তান রয়েছে। আল্প আরসলানের যোগ্য পুত্র মেলিকশাহ ই পরবর্তীতে সেলজুকদের সুলতান হোন। সুলতান আল্প আরসলানের রাজত্বকালে ১০৭১ খ্রিস্টাব্দে সংঘটিত হওয়া মানজিকার্দের যুদ্ধের গুরুত্ব ইসলামের ইতিহাসে অপরিসীম। এই যুদ্ধের ফলে তুর্কি মুসলিমরা এশিয়া মাইনরে প্রাধন্য সুপ্রতিষ্টিত করতে সক্ষম হয়। এশিয়া মাইনরে তুর্কিকরণ ইসলামী রাজ্য এবং ধর্ম বিস্তারে সহায়কই ছিল না বরং পরবর্তীকালে উসমানীয় তুর্কিদের আবির্ভাব সুনিশ্চিত হয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয়ের প্রথম পদক্ষেপ বলে মন করা হয়।

এমরে কুনুর নির্মিত শেদাদ ইনজি পরিচালিত আকলি ফিল্মের এই সিরিজটি পূর্বে প্রচারিত দ্যা গ্রেট সেলজুক সিরিজের প্রিকুয়েল। বারিস আরদোচ আল্প আরসলানের চরিত্রে অভিনয় করবেন।এছাড়াও ফারিয়ে এভজান সুলতানের স্ত্রী আকজা হাতুনের চরিত্রে, দিরিলিস আরতুগ্রুলে বাইজু নোইয়ানের চরিত্রে অভিনয়কারী বারিস বাচী তুঘরুল বে’র চরিত্রে অভিনয় করবেন। সুলতানের সঙ্গী হিসেবে উয়ানিস বুয়ুক সেলজুগ্লো এর মতো এর মতো এই সিরিজেও নিজামুল মুলক চরিত্রে থাকবেন, মেহমেদ ওজগোর। এক সাহসী সুলতানের বীরত্ব ও ভালোবাসার মহাকাব্য এই সিরিজে চিত্রিত হয়েছে।

আমাদের ওয়েবসাইটে প্রতি মঙ্গলবার সকাল ৬—১০ টার মধ্যে আল্প আরসলান সিরিজের নতুন পর্ব বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন। ফেইসবুক লিংক কিংবা টেলিগ্রাম লিংকের অপেক্ষায় না থেকে, আমাদের সাইটটি সেভ করে রাখুন এবং সরাসরি নতুন পর্ব দেখুন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

সার্ভার ০১

ভিডিও দেখতে সমস্যা হলে বা ডাউনলোড করতে সার্ভার ০৩-এ যান—আল্প আরসলান সিরিজের সকল এপিসোড বাংলায় দেখুন

সার্ভার ০২

কিনিক বসতি থেকে সেলজুকদের উৎপত্তি। কিনিক, অঘুজদের মূল ২৪ টি শাখার অন্যতম। অঘুজ বসতি গুলো মূলত মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব রাশিয়ায় বসবাস করতো। ১১শ শতাব্দীর দিকে কিনিকদের একটি দলের গোত্রপ্রধানের নাম ছিলো সেলজুক। তারা সীরদরিয়া নামক নদীর তীরে বসবাস শুরু করে, পরবর্তীতে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। তারা প্রথম দিকে ইরানের শামানি সাম্রাজ্য ও পরবর্তীকালে গজনভীর মাহমুদের সীমান্ত রক্ষায় নিয়োজিত ছিলো।

সার্ভার ০৩

এপিসোডটির ডাউনলোড লিংক পেতে ক্লিক করুন (৭২০)

ভিডিও দেখতে পারছেন না? ফেইসবুক ব্রাউজার থেকে লিংকে প্রবেশ করলে ভিডিও দেখতে সমস্যা হবে। তাই ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স কিংবা অন্য যেকোনো ব্রাউজারে লিংকটি অপেন করে ভিডিও প্লে করুন। দুর্বল নেটওয়ার্কের কারণে ভিডিও বাফার করছে? ইউসি ব্রাউজার দিয়ে সাইটে প্রবেশ করে ভিডিও দেখুন। ইউসি ব্রাউজারে ভিডিও বাফার করবে না। তারপরও যদি কাজ না করে তাহলে তাহলে আপনার ওয়েবসাইটটি রিফ্রেশ করুন এবং কয়েক মিনিট পর আবার ট্রাই করুন। যদি ডিভাইসে এড ব্লকার অন করা থাকে, অফ করে দিন নাহয় ভিডিও দেখতে পাবেন না। ভিডিওর প্লে বাটন দেখতে না পেলে, ভিপিএন – ইউএস, জার্মানি, ইউরো ইত্যাদি রিজিয়নে কানেক্ট করে ট্রাই করুন।

(বিস্তারিত)

যারা দেখতে পারছেন না, তারা উপরের পন্থাগুলো অনুসরণ করলে, আর সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই।