সিজন ০১
এপিসোড ০১
ভলিউম ০১
এপিসোডটি দেখতে নীচে যান
খাইরুদ্দীন বারবারোস বা বারবারোস হাইরেদ্দীন পাশা ছিলেন তুর্কিবংশীয় উসমানী সাম্রাজ্যের একজন দুর্ধর্ষ নৌসেনাপতি। বারবারোস ল্যাটিন শব্দ। অর্থ লাল দাড়িওয়ালা। এই ঘন লাল দাড়িওয়ালা লোকটাই ছিলেন ইউরোপীয়দের আতঙ্ক। এর জন্যই ভূমধ্যসাগরে তাদের একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়েছিলো। তখন ছিল ১৬ শতক। বিশ্বশক্তির পট পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। গুরুগম্ভীর উসমানি সুলতান ইয়াভুজ সেলিমের শাসনকাল। উসমানিদের ক্ষমতা রাষ্ট্র থেকে খিলাফতে রূপান্তরিত হওয়ার সময়।
বলছিলাম ১৫১০ খ্রিষ্টাব্দের দিকে, গ্রিকের লেসবসে জন্ম নেওয়া ইয়েনিসারি বাবা ও আন্দালুসি বংশোদ্ভূত মায়ের চতুর্থতম কনিষ্ঠ সন্তান খিজির বিন ইয়াকুব এর কথা। উসমানি ইতিহাসে যিনি খাইরুদ্দিন পাশা এবং ইউরোপীয়ানদের ইতিহাসে বারবারোস নামে পরিচিত। ছোটবেলা থেকেই তিনি ও তার ভাই উরুজ সাগরে চষে বেড়াতেন। লেখাপড়ার প্রতি মোটেও কোনো আগ্রহ ছিল না তাদের। সাগরে বাণিজ্য করতেন। তাদের আরও দুজন ভাই ছিলেন। ইসহাক ও ইলিয়াস। ইসহাক লেখাপড়া জানা একজন বিদ্বান মানুষ ছিলেন।
সার্ভার ০১
সার্ভার ০২
ভিডিও দেখতে সমস্যা হলে বা ডাউনলোড করতে নীচে সার্ভার ০৩-এ যান —
বারবারোস খাইরুদ্দীন সকল এপিসোড লিংক
বারবারোস ও উরুচের দাপুটে শক্তি দেখে উসমানি সুলতান ইয়াভুজ সেলিম তাদেরকে উসমানি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। পরে সুলেমান কানুনি বারবারোসকে উসমানি নৌবাহিনীর প্রধান ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি দেন। যাইহোক, তখন ছিল স্পেন থেকে মুসলমানদের বিতাড়নের দুঃখজনক সেই সময়কাল। স্পেন থেকে পলায়নপর মজলুম মুসলমানকদের দুভাই মিলে উদ্ধার করতেন। তাদের জাহাজে করে উত্তর আফ্রিকায় এনে ঠাঁই দিতেন। এতে করে স্প্যানিশ ও পর্তুগিজ খ্রিষ্টানদের জন্য তারা মাথাব্যথার কারণ হয়ে উঠলেন।
সার্ভার ০৩
এপিসোডটি সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন