কুরুলুস উসমান
সিজন ০৩ ভলিউম ৯৩ ৪-ই মে
বুধবার তুরস্কে প্রচারিত হয়নি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেটে বিরতি দেওয়া হয়েছে। এর ফলে বৃহস্পতিবার কুরুলুস উসমানের নতুন কোনো ভলিউম বাংলা সাবটাইটেল সহ প্রচার করা সম্ভবপর হয়নি।
আয়া নিকোলা এবং উসমান বে মুখোমুখি হওয়ার মধ্যে দিয়ে ভলিউম ৯২ সমাপ্ত হয়েছিলো। সেই পর্বে উসমান বে শেষবারের মতো নিকোলাকে রক্ত না ঝরিয়ে দূর্গ সমর্পণ করতে বলেছিলেন। কিন্তু নিকোলা তা দৃঢ়তার সহিত প্রত্যাখ্যান করেছিলো। অন্যদিকে হোলোফিরাকে অপহরণ করতে আসা উস্তাদ আরিউসের অনুগত সৈন্যরা বসতিতে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে উসমান বে’র পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ইনেগুল দূর্গ বিজয়ের পথে কি কি ঘটতে পারে? গুন্দুজ এবং তুর্গুত বে কিভাবে ইনেগুল জয়ে বড় অবদান রাখবেন? এসব প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সিজনে রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা? এই প্রশ্নটিও রীতিমতো কৌতুহলের সৃষ্টি করছে।
আমরা অবগত রয়েছি, কুরুলুস উসমানের নতুন ভলিউমের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষায় করছেন। দুঃখের সাথে জানাচ্ছি, এখনো অফিসিয়ালি কখন থেকে আবার প্রচার শুরু হবে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। অভিনেতা-অভিনেত্রীবৃন্দ ঈদের ছুটিতে রয়েছেন। কুরুলুস উসমান ভলিউম ৯৩ আগামী সাপ্তাহে যথাসময়ে প্রচারিত হবে। কুরুলুস উসমান ভলিউম ৯৩ বাংলা সাবটাইটেল সহ প্রচারের দিন ১২-ই মে, বৃহস্পতিবার। এছাড়াও যেকোনো আপডেট আপনাদের জানানো হবে। সাথেই থাকুন।