বারবারোস খাইরুদ্দীন ভলিউম ০২ বাংলা সাবটাইটেল

সিজন ০১

এপিসোড ০২

ভলিউম ০২

এপিসোডটি দেখতে নীচে যান

খাইরুদ্দীন বারবারোস বা বারবারোস হাইরেদ্দীন পাশা ছিলেন তুর্কিবংশীয় উসমানী সাম্রাজ্যের একজন দুর্ধর্ষ নৌসেনাপতি। বারবারোস ল্যাটিন শব্দ। অর্থ লাল দাড়িওয়ালা। এই ঘন লাল দাড়িওয়ালা লোকটাই ছিলেন ইউরোপীয়দের আতঙ্ক। এর জন্যই ভূমধ্যসাগরে তাদের একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়েছিলো। তখন ছিল ১৬ শতক। বিশ্বশক্তির পট পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। গুরুগম্ভীর উসমানি সুলতান ইয়াভুজ সেলিমের শাসনকাল। উসমানিদের ক্ষমতা রাষ্ট্র থেকে খিলাফতে রূপান্তরিত হওয়ার সময়।

বলছিলাম ১৫১০ খ্রিষ্টাব্দের দিকে, গ্রিকের লেসবসে জন্ম নেওয়া ইয়েনিসারি বাবা ও আন্দালুসি বংশোদ্ভূত মায়ের চতুর্থতম কনিষ্ঠ সন্তান খিজির বিন ইয়াকুব এর কথা। উসমানি ইতিহাসে যিনি খাইরুদ্দিন পাশা এবং ইউরোপীয়ানদের ইতিহাসে বারবারোস নামে পরিচিত। ছোটবেলা থেকেই তিনি ও তার ভাই উরুজ সাগরে চষে বেড়াতেন। লেখাপড়ার প্রতি মোটেও কোনো আগ্রহ ছিল না তাদের। সাগরে বাণিজ্য করতেন। তাদের আরও দুজন ভাই ছিলেন। ইসহাক ও ইলিয়াস। ইসহাক লেখাপড়া জানা একজন বিদ্বান মানুষ ছিলেন।

সার্ভার ০১

[html5_video id=10347]

সার্ভার ০২

ভিডিও দেখতে সমস্যা হলে বা ডাউনলোড করতে নীচে সার্ভার ০৩-এ যান —

বারবারোস খাইরুদ্দীন সকল এপিসোড লিংক

বারবারোস ও উরুচের দাপুটে শক্তি দেখে উসমানি সুলতান ইয়াভুজ সেলিম তাদেরকে উসমানি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। পরে সুলেমান কানুনি বারবারোসকে উসমানি নৌবাহিনীর প্রধান ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি দেন। যাইহোক, তখন ছিল স্পেন থেকে মুসলমানদের বিতাড়নের দুঃখজনক সেই সময়কাল। স্পেন থেকে পলায়নপর মজলুম মুসলমানকদের দুভাই মিলে উদ্ধার করতেন। তাদের জাহাজে করে উত্তর আফ্রিকায় এনে ঠাঁই দিতেন। এতে করে স্প্যানিশ ও পর্তুগিজ খ্রিষ্টানদের জন্য তারা মাথাব্যথার কারণ হয়ে উঠলেন।

সার্ভার ০৩

এপিসোডটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে ক্লিক করুন

পাশাপাশি ভূমধ্যসাগরে ত্রাস সৃষ্টিকারী খ্রিষ্টান জলদস্যুদের জন্যও হুমকি হয়ে দাঁড়ালেন। আবার রোডস দ্বীপ ও মাল্টা দ্বীপে ঘাঁটি গাড়া নাইটস টেম্পলারদদের জন্যও তারা বেজায় মুশকিল হয়ে আবির্ভূত হলেন। উল্লিখিত সকলের সাথেই তাদের সংঘর্ষ বাঁধত। বিজয় সবসময় দুভাইয়ের পদচুম্বন করত। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরে দাপিয়ে বেড়ানো এই দুভাইয়ের দৌরাত্ম্য টনম নড়িয়ে দিলো ক্রুসেডারদের। পশ্চিমের পোপেরা নড়েচড়ে বসলেন। তাদের বিরুদ্ধে ক্রুসেডের ডাক দিলেন। একের পর এক। কিন্তু সবই বিফল। বারবারোসই দুরন্ত, দুর্দান্ত ও দুর্বার। নাইটস টেম্পলারদের হাতে গ্রেফতার হয়ে পরে পলায়ন করেছিলেন উরুচ। কিন্তু পরবর্তীকালে ক্রুসেডারদের সাথে প্রাণপণ লড়ে শাহাদতবরণ করেছিলেন। পক্ষান্তরে বারবারোস আজীবন সমুদ্রজগতে লড়ে গেছেন ক্রুসেডারদের সাথে। এই সিরিজে খাইরুদ্দীন পাশার জীবনগল্প চিত্রিত হবে।

ভিডিও দেখতে পারছেন না? ফেইসবুক ব্রাউজার থেকে লিংকে প্রবেশ করলে ভিডিও দেখতে এবং ডাউনলোড করতে সমস্যা হবে। তাই ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স কিংবা অন্য যেকোনো ব্রাউজারে লিংকটি অপেন করে ভিডিও প্লে করুন। তারপরও যদি কাজ না করে তাহলে তাহলে আপনার ওয়েবসাইটটি রিফ্রেশ করুন এবং কয়েক মিনিট পর আবার ট্রাই করুন। যদি ডিভাইসে এড ব্লকার অন করা থাকে, অফ করে দিন নাহয় ভিডিও দেখতে পাবেন না। ভিডিওর প্লে বাটন দেখতে না পেলে, ভিপিএন – ইউএস, জার্মানি, ইউরো ইত্যাদি রিজিয়নে কানেক্ট করে ট্রাই করুন। ভিডিও ডাউনলোড সম্পর্কে জানতে বিস্তারিত দেখুন।

(বিস্তারিত)
যারা দেখতে পারছেন না, তারা উপরের পন্থাগুলো অনুসরণ করলে, আর সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও শুধুমাত্র বিশেষ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন